বাংলার বিস্ময় আমি চির দুর্জয়
অসম্প্রদায় যার জাত,
টগবগে রক্ত আমি চির শক্ত
শত্রুরে করি কাত।
পৃথিবীর মাঝে আমি নব সাজে
দুর্বার হাতিয়ার,
মজলুমের শক্তি মানি না তো উক্তি
হয়ে যা হুশিয়ার।
বলিষ্ঠ যৌবন শত্রুর মরণ
আমার গাত্র মাঝে,
দেখবে বিশ্ব হয়ে সব নিংস্ব
আমায় দানব সাজে।
হুশিয়ারি বার্তা শুনুক রে তোর আত্মা
করিস না কারো ক্ষয়,
যেই জন সত্তা করে মানব হত্যা
মোর হস্তে পরাজয়।
অনল অগ্নি সাকার আমি ছেলে বাংলার
সূর্যের সেই তাপ,
আমি সংশয় নেই কোনো ভয়
নই আমি নিষ্পাপ।
মোর তলোয়ার হাতে দি ধার
কর্মঠ এক ছুরি,
আমি ভুজগ শ্রেষ্ঠ নাগ
বিরুদ্ধে শান্তি চুরি।
আমি এক বিস্ময় পৃথিবী পায় ভয়
অনিয়ম অত্যাচারে,
হৃদয়ে মানুষের জেগে উঠি ফের
অশান্তি অবিচারে।
আমি সেই প্রত্যেকের
বিদ্রোহী মন,
যার ভয়ে বিশ্ববাসী
কেঁদে যায় সারাক্ষণ।
------------------------ধন্যবাদ-----------------