আমি বাংলার মুক্ত বাতাসে
শ্বাস নেয়া এক ছেলে,
আমি বাংলার রুপালি ইলিশ
ধরার সাহসী জেলে।
আমি বাংলার গ্রামীণ মানুষের
দৈন্য সুখের হাসি,
আমি বাংলার খেটে খাওয়া কৃষক
সোনালি ধানের রাশি।
আমি বাংলার সবুজের বন
পক্ষীকূলের কলতান,
আমি বাংলার কোকিল সুর
বসন্তের সেই গান।
আমি বাংলার অসীম আকাশ
তপ্ত রোদের তাপ,
আমি বাংলার নরম মাটির
কাঠফাটা সেই ছাপ।
আমি বাংলার প্লাবন সুর
দমকা হাওয়ার ঝড়,
আমি বাংলার জাদুর ভূমি
খোদা প্রদত্ত বর।
আমি হলাম বাংলার এক
কিশোর বয়সী সুর,
আমি হলাম বাংলা প্রেমিক
বাস্তবে বহুদূর।
--++++++-------++++++------
ধন্যবাদ