আমি পৃথিবীতে একটি স্বর্গ দেখেছি
যা হচ্ছে একটি মানুষের মুখ,
যে মুখ আমায় মুগ্ধ করে।
আমি পৃথিবীতে একটি ফুল দেখেছি
যার সুভাস চারদিক দিয়ে ব্যাপিত হয়,
সে ফুল আমায় আকর্ষণ করে।
আমি পৃথিবীতে একটি সাগর দেখেছি,
যে সাগরের দুটি নয়নে রয়েছে নীরব ব্যাথা-
যা আমাকে বুঝতে দেয় না।
আমি পৃথিবীতে একটি বাগান দেখেছি
যে বাগানে আমি অসীম ছায়া পেতাম,
সে বাগানের মোহ আমি ভুলতে পারি না।
আমি পৃথিবীতে একটি কোকিল দেখেছি,
যার ডাক থেকে মধু বের হয়
আর সে মধুবর্ষী ডাকে হৃদয়টা মুগ্ধ হয়।
আমি পৃথিবীতে একজন নিষ্পেষিত মানুষ দেখেছি
যার হাতে,পায়ে,মুখে শত ক্ষতের দাগ;
তবুও সে নীরব ভাবে থেকে যায়।
কেউ খোঁজ নেয় না।
আমি পৃথিবীতে একটি কোল দেখেছি,
যে কোলে না ঘুমালে আমি শান্তি পেতাম না;
সে কোল সারাজনম পেতে চাই।
আমি পৃথিবীতে একটি হাসি দেখেছি।
যে হাসিতে লুকানো ছিল কত অজানা ব্যাথা-
যা আমি বুঝতাম না।
আমি পৃথিবীতে এমন একটি মাকে দেখেছি,
যে সন্তানের জন্য নিজের জীবন কে দিতে প্রস্তুত,,
সে হচ্ছে আমার মা,সেরা মা।
আমার পৃথিবীতে বেঁচে থাকা-একটা ছবির টানে
আর সে ছবিটা হচ্ছে আমার মায়ের ছবি।
আমার হৃদয়ের ক্যানভাসে খোদাই করে যেটি আঁকা।
আমার পৃথিবীতে বেঁচে থাকা-একটি ফুলের জন্য
সে ফুল হচ্ছে আমার মা-যে আমাকে সুভাষিত করে।
আমার পৃথিবীতে বেঁচে থাকা-একটি সাগরের জন্য,
যে সাগরের জলে আমার সব দুঃখ ধুয়ে যায়,
আর সে সাগর হচ্ছে আমার মা
যে আমায় পবিত্র করে।
আমার পৃথিবীতে বেঁচে থাকা-একটি ডাকের জন্য,
যে ডাক শুনলে আমি সারাটা বছর উপোস থাকতে পারি।
আর সে ডাক হচ্ছে আমার মায়ের ডাক;
যা আমাকে কোমল করে।
আমি পৃথিবীতে বেঁচে আছি-একটি মুখের জন্য,
যেটা আমার মায়ের মুখ।
এই মুখটা পৃথিবী থেকে যেদিন হারিয়ে যাবে-
সেদিন থেকে এই পৃথিবীটা আমার জন্য নরকে পরিনত হবে।
--------------------ধন্যবাদ------------