আনিষা আফনান
ভোরের মৃদু আলো ছড়িয়ে পড়েছে ফুলে ফুলে ,
শীতল হাওয়া দোলা দিচ্ছে পাতায়,
পাখিদের ডাকে মুখরিত এই পরিবেশ,
নিস্তব্ধ মুগ্ধ প্রকৃতি সেজে উঠেছে
রং-বেরংয়ের ফুলে।।
এরই মাঝে আমি দাঁড়িয়ে আছি
অজানা কোনো এক আকর্ষণে।
হয়তোবা কেউ এই বিশলতার মাঝে
ক্ষুদ্র আমাকে দেখবে তার সরলতার প্রতীমায়।
হয়তোবা আমি তার চোখে হয়ে উঠবো
এই প্রকৃতির স্বর্গীয় অপ্সরী...।
কেনই বা হবো না...
ভোরের ওই পাগল করা মিষ্টি আলো যখন
গায়ে এসে পড়বে-
চারিদিকের ফুলেরা যখন প্রকৃতির সাথে
আমাকেও সাজিয়ে তুলবে
পাখিরা তাদের সুরেলা মৃদু তরঙ্গে মাতিয়ে তুলবে
শুভ্র হাওয়ার পরশ যখন শিহরণ জাগাবে,
তখন আমিই তো এই স্নিগ্ধ প্রকৃতির মায়াবী দেবী।
যাকে প্রকৃতিই নিজ হাতে সাজিয়ে তুলেছে কোনো এক প্রেমিকের জন্য।
আর সেই প্রেমিক কে!
-কোনো এক জ্যোৎস্নাভরা রাতে
জ্যোৎস্নার বুকে আমাকে নিয়ে স্বপ্ন আঁকা
এক ক্লান্ত পথিক!
কবি , আমারই কবি।