(বিষয়: শেক্সপিরীয় সনেট
ছন্দ : অক্ষরবৃত্ত
মাত্রা: ৮+৬
অন্ত্যমিল: কখকখ গঘগঘ,ঙচঙচছছ)
সোনার দেশের মাঠে ফলে কত সোনা
ফুলের দেশের বুকে ফোটে কত ফুল,
গানের দেশের সবে মোর কত চেনা
অপরের উপকারে থাকে যে আকুল।
নদীর দেশের জলে আছে বড় তৃপ্তি
গাছের দেশের ছায়া মুগ্ধ করে প্রাণ,
কবির দেশের কাব্যে আছে তারি ব্যাপ্তি
মায়ের দেশের কোলে, জুড়ায় পরাণ।
গভীর রাতের শেষে পুলকিত কায়া
আকাশের চাঁদ দেখে থেকে যায় চুপ,
চারিদিকে নীরবতা হয় মনে মায়া
এই বুঝি শুরু হলো ঝরণার টুপ।
এই ভাবে কেটে যায় আঁধারের রাত,
নবরূপে দেখা দেয় সোনালি প্রভাত।
-ধন্যবাদ-