গদলীর শেষ বিকেলে
তুমি এলে যখন আলত পায়ে ৷
এলো মেলো চুল
উরিয়ে দক্ষিনা হাওয়ায়
শারীর আচল খানি টেনে গায়
সূর্য যখন যায় যায়
নুপুরের শুরে পাগল করে
আমায়
আসিলে তুমি বসিলে পাশে
এই ভরা সন্ধায়
চারিদিকে নিরজন কাল
অন্ধকারে দিয়াছে ছেয়ে
গাছে গাছে পাখিরা সব
করছে তোল পাল
রূপালী চাঁদ ছরাল
তার জোছনা জাল