এই সে কাজল দীঘি
কাজলিয়া মায়াদিয়া ঘাট
জলে ভরা থৈ, থৈ
দীঘির চারি পাশ
সবুজ লতা পাতা
আর ঘাস।
এই খানে কতদিন
কেটে গেছে স্বপ্ন বিহিন,
দেখে রাজ হ্রাসের খেলা।
এই সে জামরুল গাছ
জার গ্রা লতা, পাতায়
গেছে ছেয়ে।
এই গাছে কত করেছি
খেলা
এই খানে শুয়ে শুয়ে
চলে গেছে কত বেলা।
মায়ের কাছে শুনেছি কত
বকা, ঝকা
সেই দিন চলে গেছে
হয়ে পুরান
বুকের মাঝে রেখে গেছে
বিরহ ক্ষত।