কে আমি?
কোথায় হতে এলাম
এ সুন্দর ধরায়,
আবার কোথায় যাব চলে
এ কথাটি ভেবে নাহি পাই।
কে আমি?
কোথা হতে এলাম
মায়ের কুলে,
কোথায় হতে সূর্য উঠে
কোথায় চলে যায়।
কোথা হতে চাঁদ হাসে
আকাশেরি বুকে-
তারা হাসে কোথা হতে
চাঁদের সাথী হয়ে,
দিনের বেলায় আলোর
খেলায় কোথায় চলে যায়।
এ কথাটি বলতে পার
কেউ কি আমায়।
শীতল হাওয়া কোথা হতে
শীতল করে বুক
আমাকে দেয় সুখ


কে আমি?



কে আমি?
জোগ, জোগ ধরে খুজি
নিজে কে,
নিজে মথ করে
আকাশে বাতাসে
পাহারে পর্বতে
খুজি জগত জুরে।
কে আমি?
কোথায় হতে এলাম
সোনার এ বাংলায়
সোনালী মধু মতি গ্রায়।
কোথায় হতে সাগর বুকে
উঠে বিশাল ঢেউ,
আবার কোথায় চলে যায়।
আধার বুকে মনের সুখে
কোথায় হতে ছুটে আসে
জোনাকিদের দল
এ কথাটা তরা কেহ
আমায় একটু বল।