চলরে তরা নবশিশু নবদিগন্তে
চলরে তরা পাট শালাতে
বই খাতা হাতে নিয়ে
চলরে সবাই চল।
পাটশালাতে আছে মোদের
শক্তি ও সফল
পাটশালাতে গেলে পরে
পাবো সাহস বল
চলরে সবাই চল।
পাটশালাতে গেনের আলোয়
নিজের জীবন গরি
দুংখের দিনে দুংখির
হাতটা ধরি।
সুন্দর সুশীল একটি
দেশ গরি।
চলরে তরা নবশিশু
নবদিনের ডাকে
তুলে নেই মজার
বই গুলি হাতে।
নানান রংঙেগর গল্প
আছে বইয়ের মাজে ভাই
বই পড়ে নিজেকে আজ
আনন্দের সাগরে ভাষাই।
চলরে তরা নবশিশু
চলরে সবাই চল।