দিনের আলো যায় যায়
সূর্য যায়যে ডোবে
আমাশ প্রানে চেয়ে দেখি
পাখিরা সব ফিরছে নীড়ে।
সব কাজের বেস্ততার
হল অবসান এই সন্ধায়
চারিদিকে হৈই চৈই
সবাই ফিরছে বাড়ি
স্বামীর সোহাগী বধুরা
সব পরছে নতুন শারী।
রাখালিয়া বাঁশীর শুরে
ফিরছে বাড়ি গরু লয়ে।
মাঠের মাঝে হাল করে
জোয়াল কাদে ক্যালান্ত হয়ে
গরু বেধে গোয়াল ঘরে
হাসি মুখে ঘরে ফিরে।
নদীর বুকে জেলে মাঝি
ফিরছে বাড়ি তারা তারি,
সূর্য এলো হয়ে রক্তিম লাল
আকাশ সাজে রংঙিগল সাজে
কিচি মিচি পাখির ডাকে
জাগে কৌতুহল
সারি সারি পাখিরা ঐ
দিচ্ছে পাড়ি ঘরে
সারাটা দিন পরে
মা পাখির মুখে আহার,
অনাহারে বাচ্চা তাহার
ক্যালান্ত মায়ের মুখের হাসি
বাচ্চা পেয়ে কাছে
সারা দিনের কষ্ট তাহার
যায় যে ধুয়ে মুছে।
শিশু কিশুর খেলা ছেরে
দলে দলে বই লয়ে
যায় পড়ার টেবিলে।
কৃষান আর কৃষানী
জেলে মর্মের বাতি
ধান মলায় সারা রাতরী