মৌমীতা মৌমিতা,
সেজে চলে গেলে
তুমি আমায় দিয়ে ধীখা,
তবুও কী হয়েছে বল
আমার কোন শিক্ষা।
শুনিনি তখন তোমার কথা
আবেগে ছিলাম আত।
চলেছি করে নিজের মথ
বুজিনি তখন তোমায় আমি
খুজিনি কথার মানে।
মৌমীতা মৌমীতা,
যে পথে চলতে তুমি
হাজার করতে বারন
সে পথে চলতাম আমি
এটাই তোমার অভিমানের কারন।
সে যে অভিমান করে
তুমি চলে গেলে না
ফেরার দেশে।
আমাকে এক বুক কষ্টের
সাগরে ভাসিয়ে।
মৌমীতা মৌমীতা,
তোমার সে যাওয়া
আমাকে আজ অনেকটা
বদলে দিয়েছে।
তুমি যদি আজ দেখতে
আমায় অনেক খুশি হতে,
বিধার কি নিলা খেলা
এ সময় নেই তুমি
মোর পাশে।
ধীখা(২)
তোমায় হাজার বারণ
শুনিনি আমি
চলেছি নিজের মথ করে।
কিযে ছিল ভাল আর
কিযে ছিল মন্দ।
বুজিনি আমি তাই
তোমাকে গিয়েছি চোখের
জলে ভাষাই।
বুজিনি তোমায় কবু আমি
না বুজে আমি দিয়েছি
তোমায় বুক ভরা হায় কষ্ট,
সেই তুমি কষ্ট পেয়ে
বুক ভরা দুংখ লয়ে
চলে গেলে আমায় ছেরে
দুর থেকে সে বহু দুরে
না ফেরার দেশে।
তোমার কিযে অভিমান
বুজতে পারিনাই,
তাই এই বুকটার মাঝে
তোমায় ধরে রাখতে পারিনাই।
তোমার সাথে আমার যে দিন
হয়ে ছিল শেষ দেখা
সে দিন থেকে
আমি আজও
আছি বড্ড একা।