কুসুমপুর গ্রাম আমার
সবুজ শ্যামল ধরা
মাছে,মাছে ভরপুর
নদী আর নালা।
ঝিলে বিলে ফুটে আছে
নানান রংঙেগর পদ্মফুল
যা দেখে দুনয়ন হয়ে
যায় আকুল।
সারি,সারি বসে মাঠে
সাদা বগের পাল
মাছ ধরে খায় তারা
ফাদ পেতে জাল।
ফুলে,ফুলে উরে বেরায়
মৌ মাছির দল
মিষ্টি গানের শুরে,শুরে
করে মধু সংগ্রহ।
কুসুমপুর গ্রাম আমার
ফুলে ফলে ভরা
এই গ্রামে কোন দিন
আসিস যদি তরা
দেখবি কত মাঝি মালা
দিচ্ছে গানের শুরের পালা
ধাইছে নদী বাইছে নাও
বইঠার তালে,তালে।
রাখালিয়ার বাশির সুরে
দুর থেকে দুর বহু দুরে
গরুর পাল সব মাঠে চরে।