তুমি কি ফিরবে না নেটওয়ার্কে,
বড়লোকি অপিসের দুয়ার ফেলে
পিতার ভালোবাসা পেয়ে
আমার ভালোবাসার গ্রহণের দুয়ার কি বন্ধ করে দিলে?

আর কত অপেক্ষায় থাকলে তুমি একটু মুচকি হেসে বলবে-
এইতো আমি আছি তো,  তোমারই।

জানো?
অপেক্ষা শব্দটা যতটা ভয়ংকর সুন্দর,
এর অনুভূতি ঠিক ততটাই ভারী!

তবুও,
অপেক্ষায় বাঁচে মানুষ,
যদি তা হয় পবিত্র, ভালোবাসাময় এবং আনন্দপূর্ণ...