তালাশ করি সেই মানুষকে
যে অতীত নয় বর্তমান নয়
বরং অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবসময়
সবক্ষেত্রে সর্বদা প্রিয়জনকেই ভালোবেসে যাবে।
তালাশ করি শুধু তাকেই
যার সাথে দেখা মাত্রই আঁকড়ে ধরে জড়িয়ে বলবে
জানো তোমাকে কতটা ভালোবাসি?
একটি গোলাপের সহিত পুষ্পপত্রের মাঝে স্পর্শ যতটা, ঠিক ততটাই!
যে বলবে
তোমার মাঝে আমার মন খারাপ কতটুক, জানো?
যখন মেঘ অভিমানের চাদরে ঢেকে থেকেও হঠাৎ,
গর্জন দিয়ে সকল অভিমান ভাসিয়ে দেয় ঠিক ততটুকই!
যার সাথে অভিলাষিত পলক ছাড়াই
সময়, অসময়; সবসময়
কাছে থেকে, না থেকেও
সানন্দে আনন্দ-বেদনায় মেতে উঠবো।
কলহ করেও রাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
মেতে উঠবো অট্টহাসিতে,
শুধু তাই নয়
দুঃখ বিষণ্ণতায় আনন্দকে অনুসন্ধান করবো।
শুনতে পাও কি? তুমি অন্য কারো নও
শুধু আমারই হও।
এই ক্রঁদ প্রতিটি স্বপনকে
আয়নার টুকরার ন্যায় ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেয়,
শুধু তোমারই অপেক্ষায়...