কবিতা—
প্রণয়ী নয় যেন ধূসর কণা
সে কি আর?
নাম তো নয় যেন মিথ্যে ছায়া।

কবিতা—  
তুমি চলে এসো এই শহরে
চলে এসো,
অধীর হয়ে ঘড়ির কাটায় গুনছি কাল
ঢের প্রত্যাশা নিয়ে।