★কেন★
কখনো কাউকে দেখলে
কাউকে মনে পড়ে যায় ।
কখনো কিছু দেখলে
কিছু মনে পড়ে যায় ।
কখনো কিছু হলে
নি জেরো কিছু হয়ে যায় ।
কখনো কিছু ঘটলে
ঘটনা স্মৃতিটা মনে করিয়ে দেয় ।
কেন ?
কখনো তাকে মনে পরে চোখের কোনে ,
জল ঝিঝির করে করে বয়ে যায় ।
কখনো অন্যের ভালোবাসা দেখে মনে পরে,
কখনো পারবো নাকি তাকে আর?
কখনো কারো বিচ্ছেদ দেখে ,
নিজের ই কেনো কষ্ট হয় ।
কখনো প্রিয় মানুষকে ভুলে থাকা যায় ?
কখনো অন্যের উপর জুলুমের,
নিজের কেনো ভয় হয় ?
কখনো অন্যের উপকারে
নিজে কেনো উপকৃত হই ?
কেন ?
হয় এমন আমার জীবনের সাথে ?
কখনো পাবো কি এর সমাধান ,
নাকি এভাবেই চলবে আমার জীবন কাল ।