এক কথায় আসক্ত পুরো জাতি কেনো ?


ঐ কিরে কথার ফাঁদে আটকে গেলো লোক,
ভুলে গেলো খুব সহজেই বোন আসিয়ার শোক।

দিনে দিনে হচ্ছে নষ্ট এই পরিবেশ,
সমাজে নাকি চলছে এখন উদ্ধগতির রেশ ।

ইস্যু পেলে আর কি লাগে বুঝে না কেউ মন্দ,
বিবেক নীতি খুইয়ে দিয়ে জাতি যেন অন্ধ।

একের এক ইস্যু দিয়ে স্বদেশ আমার ঘেরা,
অপকর্মে দেশটা যেন সকল দেশের সেরা।

বুঝে গেলাম স্বার্থ ছাড়া কেউ বলে না কথা,
ভ্রষ্ট নীতি ধ্বংস জাতি নীরব মানবতা।

খুলবে কবে বিবেক দুয়ার বলতে কি কেউ পারো?
ভালো মানের মানুষ হতে লোভের মোহ ছাড়ো।

চারিদিকে শুনি এখন কান্নার আর্তনাদ ,
হবে নাকি কখনও এদেশে সোনালী সুপ্রভাত ?