ঘরে ফিরবো ঘরে ফিরবো মা,
আছি ছুটির অপেক্ষায় ।
পাবো কবে ছুটি ,কবে যাবো বাড়িতে ?
তোমার আচল তলে দেবো পারি ।
ছুটির জন্য কাজ করি দিন রাত,
কবে পাবো ছুটি যাবো কবে ঝাড়ি ?
মন টেকে না কাজে নেবো ছুটি সকাল সাজে ।
হাজারো কাজ থাকে পড়ে ছুটির ও অপেক্ষায়,
ছুটি পাবো বলে অনেক কাজে ও-
মন ক্লান্ত নাহি হয় ।
যাবো বাসায় ছুটিতে আমি ঘুম নাহি মোর আসে,,,,
ছুটির দিন কাটবে ভালো ,
কাটবে আনন্দে ।
ছুটি শেষে ফিরবো মাগো মনে কষ্ট নিয়ে,,,,,,,