বিশেষ উদ্দেশ্য
আজকে শুনি ওগো আপু তোমার নাকি বিয়ে ,
তাই তো মোরা ছুটে এলাম এই উপহারটি নিয়ে।
কার কাছে যাব মোরা খেলবো কাকে নিয়ে,
কে করিবে যত্ন মোদের তুমি চলে গেলে।
আজ তুমি মোদের ছেড়ে যাবে শ্বশুর বাড়ী,
মোদের প্রাণে আঘাত দিয়ে স্নেহের বাঁধন ছাড়ি।
তুমি আপু চলে যাচ্ছ
সুখের সংসারে,
আঁখি জলে রেখে যাবে স্নেহের অন্তরে।
আপু এতোদিনে যেভাবে
তোমার ছিল মোদের সনে সে ভাব আজ করলে তুমি দুলা ভাইয়ের সনে।
কিন্তু কোন দিন যদি ব্যথা দিয়ে থাকি
তোমার পবিত্র মনে,
ক্ষমা আজ দা ওগো মোদের এ বিদায় ক্ষণে ।