মন ভোলা

ভাবতে পারিনি নিজেকে,
   ভুলতে পারিনি তোমাকে ।
     গেছো কি ভুলে তুমি এই আমাকে ?

হিসেব নিকেশ  যাই ভুলে থাকে না আমার মনে,
                      তোমার স্মৃতি স্বরেনা আমার মন থেকে ।

ভুলতে চাইলে কি আর যায় ভোলা ,
আজও তো আছে তার জন্য আমার মনের দরজা খোলা ।

ভুলে যাবো বলেই মনে পরছে বারে বারে ,
  কেমন আমি যাবো ভুলে সে ছিলো আমার সন্ধা সকাল।

ভুলে গেছে সে আমায় আছে অনেক ভালো ,
      তাই ভেবে মনে আমার রং হয় কালো ।