বিয়ে করার ইচ্ছায় ভাবনার সাগর
বিয়ের ইচ্ছা থাকলেও হচ্ছে না তা পূরণ,
সমাজের কাছে তুমি বেকার এক জীবন।
করলে বিয়ে খাওয়াবে কি নেই তোর চাকরী !
বিয়ে করে (বউ) রাখবি কোথায় নেই যে কোনও ঘর,
বিয়ের পরে তোরে করে দিবে সবাই আপন পর ।
টাকা থাকলে মিলবে নাকি সুন্দরী বউ,
টাকার অভাবে কত বেকার নিতে পারে না বউ ।
বউ নাকী অনেক আদরের পরিবারের ছোট মেয়ে,
অনেক যত্নে রাখতে হবে করি যদি বিয়ে ।
বউয়ের ইচ্ছা করতে পূরণ লাগবে অনেক টাকা,
থাকবেনা কখনও নিজের পকেট ফাঁকা ।
ডবল কাজ করতে হবে টাকা লাগবে অনেক,
বৌয়ের শপিংয়ে টাকা হবে শেষ ।
বউয়ের মন রাখতে হবে নিজের সুখ ভুলে ,
বউ কি কখনও বুঝবে না আমার কষ্ট হলে ?
চাকরী হলে থাকেনা সময় বউকে দেয়ার মত,
বউ বলে লাগবে সময় ব্যস্ত থাকো যত ।
দিন শেষে ক্লান্ত হয়ে ফিরলে কখনও বাসায় ,
বউ বলে বাজার নিতে ভুলেছ কেনো মন ছিলো কোথায় ।
অসুস্থ হলে বউ বলে নাটক করো খুব ,
শপিংয়ে যাবো তাই এখন হয়ে গেছো নিশ্চুপ।
বাবা মাকে টাকা দিলে বউ করে রাগ,
বউয়ের স্বার্থে টাকা লাগবে থাকবেনা অভাব।
মনে আমার অনেক ভাবনা করবো কিভাবে বিয়ে,
এতো টাকার ভাবনায় আমার জীবন যায় যায় চলে ।
ভাবনা আমার মনের মাঝে করে দিলাম প্রকাশ,
কারো কাছে খারাপ লাগবে কারো বা অভ্যাস।