দেশটা মগের মুল্লুক এখন যা খুশি তাই চলছে আজ,
        নেই কোথাও আজ স্বাধীনতা ,
                   আতঙ্ক করছে বিরাজ ।

মিছিল মিটিং দাবি শত নিত্য চলে অবিরত জীবন জুড়ে পরছে এখন কালো মেঘের পরছে ভাজ ।
শপথ ছিলো সবাই মিলে করবো দেশের সংস্কার,
সব ভুলে আজ যে যার মতো করছে সুযোগ ব্যবহার ।

ক্ষমতা টা হাতে পেয়ে একই পথে যায় এগিয়ে ,
বিবেক বোধে ধরছে পচন ,হারিয়ে গেছে শরম লাজ ,
ছাত্র সমাজ জীবন দিয়ে ,
করলো ক্ষ তম স্বৈরাচার তাদের ত্যাগে আমরা পেলাম সুখের স্বদেশ উপহার ।

সেই অবদান ভুলে গিয়ে মগ্ন সবাই স্বার্থ নিয়ে,আমরা তো অভাগা জাতি কেমনে গড়বো সুখের রাজ,
খুন খারাবি লুট ডাকাতি চলছে এখন দিবা রাত ।

সৃষ্টির সেরা মানুষ জাতি হয়ে গেছি হিংস্র জাত ।
নেই নিরাপদ রাস্তা ঘাটে বসত বাড়ি বাজার ঘাটে নিত্য শুনি মজলুমেরী বুক ফাটা কান্নার আওয়াজ ।

চোখের সামনে দেখছি কতো বদলে যেতে মির্জাফর,
চায় না দেশের শান্তি তারা দেশ করেছে আধার ঘোর,
চরিত্র টা পাল্টে এখন সাজে স্বৈরাচারে সাজ,
জীবন জুড়ে পরছে এখন কালো মেঘের পরছে ভাজ,
কালো মেঘের পরছে ভাজ ।