জীবন শুরু এবং শেষ
         খেলার মাঠের দেশ ।




খেলতে খেলতে খেললাম আমি জীবনের পাশা খেলা ।
ভবিনী কখনও এভাবেই আমার ডুবে যাবে বেলা ।

সকাল শুরু করি আমি খেলার ও মধ্য দিয়ে ,
বিকেল পর্যন্ত খেলতে থাকি মনেরই আনন্দে ।

ছোট বেলায় খেলছি মোরা ছোট ছোট খেলা,
এখন শুধু খেলার নামে কেটে যায় বেলা ।

ফোনে খেলি মাঠে খেলি ঘাটে ও খেলি ,
খেলি সকাল সন্ধা বেলা ,
মন আমার ভরে নাকো , জীবনের শেষ বেলা ।

সবাই খেলি ,একা খেলি ,খেলি নির্জনে ।
তবুও শেষ হয় না কখনও খেলার আপস মনে ।

গ্রামের খেলা শহরের খেলা,
খেলা স্কুল পাটে,

ছোট বেলার ছোট খেলা জীবন নদীর ঘাটে ।