বোন যে আমার অনেক আপন মায়ের সমতুল্য ,
আদর যত্ন করতে কখনও থাকেনা ক্ষান্ত।
ছোট্ট ভাইয়ের সব আবদার করতে চায় পূরণ,
যদিও ছোট্ট ভাইয়ের আবদার হয় অকারণ।
বোনের ভালোবাসা পেতে লাগে ভাগ্য,
ভাই যদি হয় মনের মত বোন হয় শান্ত।
ছোট বেলায় বোনের সাথে করেছি অনেক ঝগড়া,
বোনের কিছু নিতে আমার মনে লাগে না ভয়।
বোন যে আমার সর্বদা ই আমার কথা কয় ।
বড় হয়ে বোন যে আমার হয়ে গেল পর,
বোনের কথা মনে পরে জীবন হয় অক্ষয় ।
কতো আদর করছে বোনে এখন মনে হয় ।
আমার দোষ করতো গোপন বাবা মায়ের কাছে ,
হাজার ভুলের সাক্ষী ছিলো আমার বড় বোন।
আজ বুঝি বোনের আমার কি ছিলো প্রয়োজন।
পারিনি আমি বলে কখনও আমার ভুলের কথা,
না জেনে বোনকে দিয়ে ছি অনেক অনেক ব্যথা ।
তবুও কখনও করে দেয় নি বোন আমায় পর,
বোনের কথা মনে এলে লাগে এখন ভয় ।
বাবার টাকা চুরি করে দিতাম বোনের দোষ,
বোন তবুও বলতো কখনও সে নির্দোষ।
বোন যে আমার বুঝে যেতো এটা আমার কাজ,
তবুও কখনও লাগেনি আমার !
বোনের সামনে লাজ।
আমার শখ করতো পূরণ বোনের টাকা দিয়ে,
বোন তবুও ভাবেনি আমায় কখনও পর করে ।
বোন যে আমায় বলতো শুধুই মন দিয়ে পড়,
মায়ের মতো বোন আমার করতো অনেক আদর।
তবুও আমি করিনি কখনও আমার বোনের কদর ।
মনে পরে আজ খুব সেই ভালোবাসা,
না জেনে বোনকে দিয়ে ছি অনেক ব্যথা ।
বলতে পারিনি কখনও আমি ,
হয়েছে আমার ভুল।
কিভাবে আমি দেব সেই ভুলের মাশুল ।
না খেয়ে বোন খাইয়ে আমায়,
করেছে অনেক বড় ।
আজ আমি সেই বোনের,
খবর নেই না ঠিক আছে কিনা তারা ।
কতোদিন হয়নি কথা বোনের সাথে মোর,
কিভাবে আমি বলব কথা ভুল গুলো সব মোর ।
মনের আবেগ কবিতা লিখি নই কোনো কবি ,যা ঘটেছে জীবনে আমার খাতার পাতায় লিখি,