প্রিয়জনের অবহেলা


আছি অপেক্ষায় ফিরবে  দিন ,
আনন্দ উল্লাস কাটবে দিন ।
কাটবে দিন সবার সাথে ,
মায়া মমতায় ভালোবাসায় ঘিরে ।

সবার হাসি ভালোবাসি
     দেখলে সবার মুখ ।

আপনজন ও লাগে না ভালো
                     মনে থাকলে দুঃখ ।

করতে আপন সবার সৃজন থাকলে ভরা টাকা ,
সার্থ ছাড়া দেয় না কেউ আপনজনও ধরা ।

মন বেচারা খুঁজে বেড়ায় টাকার পাহাড় খনি।
  এতো সহজেই হবে কি আপন মানুষ প্রিয়জনী ।

খারাপ লাগার মুহুর্ত গুলো থাকে সবার মনে ,
ভালো কাজের খবর নেই না কেউ আজও জেনে ।