দল দল করে জীবন করে দিলাম পার,
               সব শেষে আজকে দেখি জীবন ছারখার।

জীবন বাজি রেখে আমি করলাম দলের সেবা,
               আমার প্রয়োজনে আজ নেই যে দল সাথে ।

একটু খানি সাহায্য পেতে ধরলাম নেতার পিছু,
                       ঘুরতে ঘুরতে খয়  গেলো মোর
                                  জুতায় তলার নিচু ।

তাদের মন করতে জয় পরিবার করলাম ত্যাগ,
               নেতা বলে আমার পিছনে শত্রু টাকে দেখ ।

দলের নেতা আসলে পরে নিজের খাওয়া ভুলে,
          সেবা করো দিন রাত কিছু অনুদান পেতে হলে ।

হক মেরে গরীবের নাম দেয় ধনী দের ,
          রাজার মত চলে তারা গরীবের ঘাড়ে দিয়ে ঘা ।

বিপদের সময় খোঁজে তারা যখন লাগবো কাজে ,
           আমার বিপদে আসেনা তারা খোঁজে অজুহাত ।

এমন নেতা থাকলে পরে মাথায় পরে হাত ।

আসলে সময় নির্বাচনের ধরে হাত পা,
              নির্বাচন শেষে ছুড়ে ফেলে পরে আসিস যা ।

কেমন করে ভুলি আমি তাদের প্রতিদান,
         তাদের কথা মানলে বলে ভালো দলো বান ,

দেয়ার কথা বলে কাটে বছরে পর বছর,
                    নেয়া র কথা বললে বলে তুই স্বার্থপর।

গরীবের আগে সেবা কর পরে করিস তোর ,
             কেমনে ভুলি দলের কথা দিছে মোরে শিক্ষা ।

এমন দল করি মোরা নাস্তা করি ভিক্ষা ।

ভুলিনি আজও সেদিনের কথা ,
                    যে নির্বাচনে চললো গুলি ।

মোরে যেতাম একটু হলে দলের পিছন ধরি ,
              নেতা তবুও এলো নাকো দেখতে মোর মুখ ।

বিজয় মিছিল নিয়ে হলো আনন্দ উৎসুক।

ভয় দেখিয়ে করে  ভোট চুরি ,
                     লোভ দেখিয়ে করে জায়গা দখল ।

দলের নেতা এমন হলে দলের না থাকে মান ,
               দলের সবাই সার্থ বোঝে করে আপন পর ।

কেমনে আমি ভুলে যাবো নেতার সম্মান।
               তাদের কথা ভাবতে এখন মনে লাগে টান ।

নেতার পিছন ঘুরতে গিয়ে জীবন হলো শেষ,
             এখন আমি কাজ না পেয়ে বসে কাঁদি রোজ ।

তাদের এই নির্মম ব্যবহারের সাজা ভোগ করে,
    আল্লাহ একজন আছেন বলে,
                  মানতে দেখিনি তাদের ।

দুনিয়াবি তাদের দেখিয়ে দিল ,সবার আছে শেষ ।

লিখতে গেলে হবে না শেষ তাদের কুকর্ম,
                 আজ বুঝেছি কেনো তারা করেনি সম্মান ।

বুঝেছি দেরি তে তারা ছিলো বেইমান।

মনের কথা পারিনি বলতে কখনও তাদের কাছে,
              কবিতা লিখি আজ তাই মনের ভাব প্রকাশে ।