রমাদ্বান এলো রমাদ্বান এলো,
এলো মাহে রমাদ্বান।
হাসি খুশির বার্তা নিয়ে,
এলো মাহে রমাদ্বান ।
নতুন রঙ্গে রাঙ্গিয়ে দিতে,
এলো মাহে রমাদ্বান ।
গুনাহ মাফের একটি সুযোগ,
বারো মাসের একটি মাস ।
এলো মাহে রমাদ্বান ।
ভুলকে সব দুরে সরিয়ে,
নিজেকে নেই মুখ ফিরিয়ে,
রমাদ্বান শেষে শয়তানি,
বেশে হবো না আর উদ্বুদ্ধ।
রমাদ্বান আসিলে হৃদয়,
দোলে মন হয় পুলকিত।
স্বাধীন ভাবে ইবাদত করব,
ভালো কাজে মন দিবো।
মুত্তাকি ও রবে ব্যবসা হবে ইবলিস হবে বন্দি।
ভালো থাকবে মন্দ হাঁটবে ,
থাকবে না দুরভিসন্ধি ।
রোজার পূর্ণতায় থাকবো মোরা,
চেষ্টায় হৃদয় করে শুদ্ধ।
ইফতারীতে নেবো মজা ,
সবার সাথে ইফতার বিলিয়ে ।
গরীব দুঃখী সবার সাথে,
ঈদের খুশি দেবো বিলিয়ে।
ঈদ শেষে যাবো না ভুলে ,
খোদার ঐ ইবাদতে ।
থাকি যেনো সারা বছর ,
রামাদ্বানের অনুভূতিতেই।