জীবন নামে চলছে গাড়ি,
                   যাইতে আছি যাত্রাবাড়ী।

চলতে চলতে বেলা ফুরালো,
              সন্ধ্যা ঘনিয়ে রাত এলো ।
চলছে জীবন নিজ গতিতে,
                 সময় সম্মান পার করিয়ে ।

ভুল গুলো সব ফুল বানিয়ে,
        ঝরঝরিয়ে ঝড়ছে বেয়ে ।
জীবন নামের গাছটি থেকে,
            কর্ম ফল মিলবে হিসাব,
    দুনিয়ার সব দার্শনিতে ।

মন চলে যায় পাপের পথে,
                    ফিরবে মন কেমন করে ?
    পাপ যে আমায় রয়েছে ঘিরে ।

শান্তি চাই, শান্তি চাই বলতে গেলে উপায় নাই,
খোদার পথে আসলে শান্তি মিলবে নাযে দুনিয়াদারী।

মানতে গেলে দুনিয়ার রীতি,
        থাকে না মোর নিজের নীতি।

বাবা মায়ের কথা শুনলে থাকে না বউ সামির ঘরে,
মা যে আমার বরই আপন বোঝে না বউ নিজের করে।

শান্ত মানুষ অশান্ত হয় খুজে ফেরে মন বেদারে,
একটু যদি শান্তি মেলে,
আপন মানুষ পর হয়ে যায় ,
সম্পর্ক যায় ভেঙে,
সার্থে যদি করো আঘাত, মিলবে অপবাদ নিমিশে