অরূপ বিশ্বাস




কবিতার বিশালতা অনেক
             ভাব প্রকাশের থেকে।

সব টুকু তো হয় না প্রকাশ

হৃদয়ে আছে যা একে।

হয়নি লিখা অনুভূতি যা ছিলো মনে,
   কষ্টের সাগরে ভাবি গহীন গহ্বরে।

বাস্তবতার প্রকাশ থাকে কবিতায় প্রকাশ,
    সব কিছুই হারিয়ে আজ শুধু দীর্ঘ শ্বাস।