নকল কুমার

আমি হলাম নকল কুমার
নকলে খুব পারদর্শী।
কথা বা কবিতা কপি করি
যদি দেখি হৃদয়স্পর্শী।

চোরের মায়ের বড় গলা
আমিও একই রকম।
লোকের জিনিস নিজের বানায়
নেই লজ্জা সরম।

চুরি বিদ্যা যে বড় বিদ্যা
যদিও অন্যের লেখা।
এটা নিয়েই গর্ব করি
মুখটা করে বাঁকা।

অন্যের জিনিস নিজের হলে
আমার জিনিস কার?
নকল কুমার এটা বুঝলে
নিচু করতো ঘাড়।