আমি নির্লজ্জ আমি বেহায়ার মতো ,
আমার লজ্জা শরম নাই।

কারণ আমি বাঙ্গালী জাতি ভাই,
আমি এখনও মানুষ হই নাই !

আমি সুযোগ সন্ধানী ভাই,
আমি সব সময়ই নিজের লাভ টাই চাই।

কারণ আমি বাঙ্গালী জাতি ভাই,
আমার লজ্জা শরম নাই।

আমি দেশের জন্য ভাবি না ভাই,
আমি নিজের ভালো টাই  খুঁজি ।

কারণ আমি বাঙ্গালী জাতি ভাই,
আমি এখনও মানুষ হই নাই।

সবার পিছনে আমি শুধুই বাঁশ দিয়ে যাই,
কারণ আমি বাঙ্গালী জাতি ভাই।

কারো ভালো দেখলে আমার গা জ্বলে ভাই,
আমি বাঙ্গালী জাতি ভাই।