ওগো মোর প্রিয়ারা নবী ,
তুমি যে মোর জীবনের যতী।

তুমি বিহীন জীবন আমার,
      ধুধু মরুভূমি,
নবী মোর শ্রেষ্ঠ নবী,
এ জগতের শ্রেষ্ঠ উপহার,
নবী মোর আল্লাহ দোস্ত,
নবী মোর চলার গতি,
নবী নামে জলে দোজাহানের জাঁতী।

নবীর বিপথে চললে সদা ,
মানুষের জীবন হয় যে বৃথা।
নবী ছাড়া জীবন চলা,
  অন্ধকারে পাথর ছড়া ।

সারা জীবন রাখব স্মরণ,
নবী মোর প্রিয় আপন ।