**কাদা ছোঁড়াছুঁড়ি**
আমি করি ছাত্রদল ।
তুমি করো শিবির,
আমাদের তো বন্ধুত্ব ছিলো,
বিগত দিনে নিবিড় ।
তবে কেন আজ মুখোমুখি মোরা ,
যুদ্ধ যুদ্ধ ভাব ।
কাদা ছোড়াছুড়ি আর রক্ত ঝরাতে,
বলো কি হবে মোদের লাভ !
তোমার আমার কন্ঠের যুদ্ধে ,
ফ্যাসিবাদ খুঁজবে ফাঁক ।
তরুণ সমাজ এখনো চাইছে ,
জু লুম বাজ নিপাত যাক ।
এসো ভাই ভাই শক্ত হাতে ,
শপথ করি আজি ।
বন্ধুর মতো সামনে এগুবো ,
যদি থাকি সবাই রাজি ।