মা তুমি আমার প্রথম পাওয়া,
মা তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার,
মা তোমার জন্য করতে পারি আমার জীবন উদার।
মা তুমি আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক,
মা তুমি আমার প্রথম রা-ধুনী,
মা তুমি আমার প্রথম চাহুনী,
মা আমার বাঁচার আলো,
মা ছাড়া জীবন আমার নিছক কালো,
মা আমার শ্রেষ্ঠ ভালো বাসার নীর,
মা তুমি খোদার পরে আমার শ্রেষ্ঠত্ব বীর,
মা না খেয়ে খাওয়ায় যারে সেটা হলো তার সন্তান ,,আমারে ,,,
লেখক
মো,তানজিল ইসলাম সবুজ
তারিখ, 11-02-2025
সময়, 11:56 AM