চিন্তা, চিন্তা ,চিন্তা রে ভাই,
চিন্তার কোনো শেষ তো নাই ।
যতই ভাবি করবো শেষ,
  সে টানে মোর পিছন রেশ ।

সামনে চিন্তা পেছনে চিন্তা ,
            চিন্তার নাই যে শেষ ।
চিন্তা, চিন্তা, করতে, করতে,
             জীবন যে মোর শেষ।
তবুও চিন্তার হচ্ছে না নিরুদ্দেশ।

কাজে চিন্তা কর্মে চিন্তা ,
       চিন্তা খাওয়া দাওয়া ।
সংসারের চিন্তায় ঘুম আসেনা ,
কেমনে করবো দালান কোঠা চিন্তা ভাবনায় ।

সমাজ নাকি দূষিত এখন চিন্তা অন্তরায়,
  দূষিত সমাজে গর্বিত আমি চিন্তা ভাবনায় ।