আকাশে চন্দ্র হাসে জোছনা ঝরে ,
তোমারই নামে ।
বাগানে ভুল সুরভি ছড়িয়ে দেয় তোমারি নামে ,
পাখ পা খালি জিগির করে আল্লাহু আল্লাহ ,
আর কেহ যে নাই মালিক তুমি ইল্লাল্লাহ,
আল্লাহু আল্লাহ তুমি ইহা মালিক আল্লাহ,
আল্লাহু আল্লাহ তুলি লা শারিকা আল্লাহ ।
তোমারি নামে ঐ শোধাতে প্রভু দুঃখ ভুলে যাই,
তোমারি নামে ঐ শোধাতে প্রভু শান্তি খুঁজে পাই ।
তোমারি একটি নামে কি যাদু যে আছে,
যে মধু অন্য কোথাও নাই ।
তোমার নামের গুণগান গাই আল্লাহু আল্লাহ,
আর কেহ যে নাই গো মালিক তুমি ইল্লাল্লাহ।
যে জবান গাইল এ গান ক্ষমা করে দাও তুমি তারে।
তোমারি ক্ষ মারি আশায় গাই বারে বারে ,
স্বয়নে স্বপ্নে আধারে গোপনে মনে প্রাণে,
ডাকি শুধু তোমারে ।
তোমার নামে গুণগান গাই আল্লাহু আল্লাহ,
আর কেহ যে নাই মালিক তুমি ইল্লাল্লাহ।