জীবন মানে একটা চলমান গাড়ি,

জীবন মানে একটু খানি,

                       কষ্টের হাতছানি ।
জীবন মানে নয় তো ,

               কারো আপন।

জীবন সেতো এক ,

                  বিচিত্র বিনোদন ।

ভালো থাকা সত্ত্বেও,
    
              কেনো ?

         ভাই জীবনে নেই সুখ ।

ভাবি আমি একা একা ,

                 নীরব নিবিরনে ।

সব কিছুই হয়না পূরণ,

               ছোট্ট এই জীবনে ।

কিছু স্বপ্ন দেখার আগে,

                হয়ে যায় পূরণ ।

তবুও মোদের এই জীবনে ,

                   নেইকো চাওয়ার শেষ ।

সারে তিন হাত মাটির নিচে ,

                       হবে জীবন নিরুদ্দেশ...।