জীবনের শ্রেষ্ঠ উপহার
দুয়ারে আসিয়াছে পালকি,
দে সাজাইয়া দে আমারে।
বরই পাতার গরম পানি
গোসল সা ইরা দে।
আতর গোলাপ সুরমা মাখাও শেষ বারের মতন,
আমার লাগি কিনা আনো ঐ সাদা কাফন।
2530 টাকার শেষ হিসাব টা দে আমায় ।
কি আর হইবো দেরী কইরা বিদাই কইরা দে।
দুয়ারে আসিয়াছে পালকি যে সাজাইয়া দে।
সাড়ে তিন হাত মাটির ঘরে রাইখা আইসো ভাই ।
সে ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই।
বাঁশের ছাউনি বিছাইয়া দাফন সাইরা দে।
দুয়ারে আসিয়াছে পালকি দে সাজাইয়া দে