কবিতা তুমি স্বপ্ন চারীনি হয়ে এসো না,
কবিতা তুমি আমার স্বপ্ন ভেঙ্গে দিয়ো না !

কবিতা তুমি আমার জীবন গড় না ,
কবিতা তুমি আমার জীবনে বার বার এসো না ।

কবিতা তোমার মমতায় মুগ্ধ এই প্রাণ,
কবিতা তোমার লেখায় পুলকিত এই দেহ মন ।
কবিতা তোমার স্বপ্নে সাজিয়েছি এই গ্রাম,

কবিতা তোমার আঁচলে দিয়ে এই সম্মান,
কবিতা তুমি আর কি  ফিরে আসবে না ?

কবিতার কবিতায় তুমি আমায় ভাবো না ,
কবিতা তোমার মনে অন্য কাউকেই রেখো না ।
কবিতা তুমি কেনো আমার ভাবনায় থাকো না ?

কবিতা তুমি বড়োই কঠিন ঠিকানা ।
কবিতায় কবিতার কবির ভাবনা ।