জীবন চলে থেমে একটা হলে গতি বাড়ে,
                      গতির চাপে নিজেকে ভুলে ।

জীবন চলে এক নতুন অজানাতে,
                     চলতে চলতে জীবন শেষ ।

চাকরী মানে নিজের জীবন বদলানো ।

              চাকরী মানে সবার চাকর ,
                              মানতে চায় না কেহ।

   চাকরী করে যারা তারাই বলে,
              তাদের জীবন অকারণে ঝরে সারা ।

স্যারের কথা শুনতে পেলে মনে লাগে ভয়,
                         না জানি কোন অকারণ ঘরে রয় ।

অন্যের নির্দেশ মানতে মানতে,
              নিজেকে যাই ভুলে ।

নিজের স্বাধীনতা যায় ভুলে,
                          চাকরী করতে গেলে ।

বসদের কথা মানতে হলে ,
                     থাকেনা পকেটে টাকা ।

চাকরী মানে কি শুধুই আকুলতা ?

কোম্পানী র চাকরী করে যারা,
                    তাদের জীবনের স্বাধীনতা সারা ।

মানতে আমি পারি নাকো ,
     এতো অন্যায় ।

জীবন মানে চলতি গাড়ি ,
                        থাকে নাকো থেমে ।

          চাকরী করতে সমর্থ লাগে ,
                                   লাগে মোটা চামড়া ।

কথার আঘাতে  হয়না কখনও জখম।

                   চাকরী মানে অন্যের কথায় চলা ।

শেষ মেষ নিজের জীবন বিপদে ফেলা।

                     কখনও ভাবিনি হবো এমন নিষ্ঠুর,
চাকরির নামে চাকরামী করা ।