সফলতা

--কিছু কথা চিরন্তন সত্য যা কেউ মানতে পারেনি ,
          পারতেছে না কখনও পারবেন ও না ।

মানুষ তোমায় বলবে পাগল বলবে অনেক কিছু,
   যখন তুমি ছুটবে সদা সফলতার পিছু।

কেহ আবার উপহাস ও করবে আঙুল তুলে,
       কষ্ট হলেও সইতে হবে তোমার হৃদয় খুলে।

তিরস্কারের ছলে কেহ বলবে নানান কথা,
       এটাই হলো এই জগতের যুগ-জনমের প্রথা।

এ সবকিছু সইলে তবেই সফলতা পাবে,
        নইলে তোমার সফলতা স্বপ্ন ই থেকে যাবে।