মন ভোলা
জীবনে কি হারালাম কি পেলাম?
জানিনা আমি নিজে ।
হারিয়ে খারাপ এসেছে ভালো
মনে দেয় না ঠাই।
আবেগের তারনায় সবই এখন ভালো বলে যাই ।
ভালো খারাপ মিলে এখন আছি সর্বদা ই।
সব কিছুই বুঝে শুনে আছি নিশ্চুপ ।
এই জগতে যুগ-জনমের বুঝি না ভাব ভূপ।
না পাওয়ার বেদনায় কাটে দিন ,
ভবিষ্যত নিয়ে চিন্তা ।
পাওয়ার আনন্দে আছি বে কুল করে দিন ভিক্ষা ।
ভাবিতে ভাবিতে জীবন আমি করিলাম শেষ,
এখন দেখি জীবন আমার হয়েছে নিরুদ্দেশ।