শুক্রবার মানে ছুটির দিন,
নেই মনে ক্লান্তি ।
শুক্রবার হচ্ছে হজ্জের দিন,
নেই মনে বিভ্রান্তি ।
শুক্রবার হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ উপহার,
মনের মাঝে খুশি ।
শুক্রবার হচ্ছে ঘুমের দিন,
করে না কেউ কল ।
আজকের দিনের ইবাদত
যায় কভু বিফল ।
শান্ত দিনে শান্ত মনে করি সময় পার,
শুক্রবার গেলে আবার হবো কাজে বেশুমার ।
সাতটি দিনের একটি দিন ,
শান্ত মনে থাকি ।
দিন শেষে আবার সেই ক্লান্তি সাগরে ভাসি।
দিন শেষে রাত আসে ছুটির কথা মনে ভাসে,
আসবে কবে সেই দিন ?
বাবা বলে চল খোকা মসজিদে যাই,
আজকের দিনের আনন্দ আর কোথাও না পাই ।
শিননি পায়েস খেতে পাই মসজিদে গেলে,
কতো আনন্দ সবাই মিলে এক সাথে খেলে ।
মিলবে কবে সেই দিন ?
হারিয়ে যাবো অজান্তেই ,
মিলে নাতো ছোট্ট দিনে ,
সেই দিন গুলোতেই ।
বাবার কাছে ধরে বায়না,
যাবো মসজিদে । শুক্রবার ।