পরীক্ষা রে পরীক্ষা একটু শান্ত না দিস ভিক্ষা,
                        তোর কথা ভাবলে মনে লাগে ভয় ।

জানিনা পরীক্ষাতে কি না কি হয় ,
                         ভাবতে ভাবতে কেটে যায় বেলা ।

পরীক্ষা দিতে গেলে নিজেকে লাগে একেলা ।

সবাই বলে করিস নারে ভয় ,
                 শান্তনা কি আর মনের মাঝে রয় ।

হাজার পরে পরেই গেলাম থাকেনা তবু মনে,
               কি যে খাতায় লিখব আমি ভাবি নিজে তে।

স্যার বলে পরীক্ষা দাও মন দিয়ে ,
        মনে যে আমার আসে নাকো যা পরেছি গোপনে ।

ভুলতে ভুলতে সবি ভুলে যাই যা ছিলো নয় নে।

ভাই ভা বোডে গেলাম আমি মনে রেখে খুব,
                 সামনে বসে পরে গেলাম চিন্তায় উৎসুক।

জীবন যেন থমকে গেলো এক মিনিটের তরে,
                 পারি নাকো বলতে আমি ঠিক করে কথা।

উত্তর দেবো কি গো আমি মনে লাগে ব্যথা ।

সবার মনে প্রশ্ন জাগে পরীক্ষা দিলাম খুব,
          পরীক্ষা আমার কেমন হলো নিজে অজানা মুখ ।

বাস্তবতা অনেক কঠিন বলে আমি নিজে,
                    পরীক্ষা দিয়ে পেলাম আমি স্বাদ খুঁজে।