তোমার ভালোবাসার গল্প

পাবো না জেনেও ভালোবাসা,
চিরো চেনা আজ কেন অচেনা ?
ফিরবে না জেনেও পথে বসে থাকা ।
তোমার স্মৃতি পারিনা ভুলতে আমি,
মনে পরে বার বার তোমার মুখ খানি।

কতটা কষ্ট পেয়েছো তুমি ,
গেছো তাই অনেক দুরে ।

ফিরবে নাকি কখনও সেই আপন নীরে ?
তোমাতে ভরিয়া রহিয়াছে সেই দেহ মন ।

বড় স্বাদ জাগে আপন করে পেতে তোমায় ।
তুমি কি সেই আগের মত ভালোবাসো গো আমায় ?

মনের আকুতি পারিনি বোঝাতে তোমার আপনজনে,
তুমি কি কখনও বলতে পারো নি আমায় আপন বলে ?

তুমি কি সত্যিই চেয়ে ছিলে আমায় ?
নাকি আমার চা হায় তুমিও ভেবেছিলে আমায় !

জানতে ইচ্ছে করে আমার বড় জানতে ইচ্ছে করে ?
তোমার ভালোবাসায় কি রং পাল্টানো যায় ।

ভাবিনি কখনও করবে এমন পর ,
বিষধর সাপের ন্যায় বিষ দিয়ে নিংস্বয়।