ঘুরতে ঘুরতে হলাম বড়র,
চোখ চুলে দেখি হয়ে গেছে ভোর ।

নিথর এই দেহ খানা পরে আছে সেখানে ,
প্রিয়জনের ভালোবাসা মনে আসে নির্জনে ।

ঈদের ছুটি ঘুরতে গেলাম দেশে ,
পরিবারের সবার  খাওয়ার দেয়ার সুখে
ভুলে গেছি আমি যে আজ ছুটি শেষে গেছে ।

ভালোবাসি কাজ তাই লাগল না লাজ ,
দিন শেষে এলাম ফিরে আবার সেই কাজে ।
কবে ফিরবো বাড়ি আবার  নাই জানা মোর ,
দিন শেষে ঘুরে দেখি সেই একলা মোর ।