প্রিয়োতমা তুমি যে আমার


প্রিয়ো তোমার ফেরার অপেক্ষায় ,
      বসে আছি আমি ।
কবে তুমি ফিরবে আবার কবে যাবো বাড়ি ?
তোমার ফেরার অপেক্ষায় গুনি প্রতিটি প্রহর,
তুমি ছাড়া এই জীবন আমার শূন্য বালু চর ।

ফিরবে তুমি বলে আমায় দিয়ে ছিলে কথা ,
তোমার ফেরার অপেক্ষায় আমার ভীষণ আকুলতা ।

ভুলে তুমি গেছো কি আমার ভালোবাসা ,
আমার মনে রয়েছে জমা তোমার দেয়া ব্যথা ।

তোমার সাথে কাটানো স্মৃতি মনে পরে খুব ,
এতো কিছু বলার পরেও কিভাবে থাকো নিশ্চুপ।

তুমি ফিরবে কবে ফিরবে দাওনি তো ডেট ,
তোমার ফেরার অপেক্ষায় আমার জীবন হলো শেষ ।

ফিরলে তুমি আমার জীবনে মিলবে শান্তি অকাতরে।
তোমার আশায় রয়েছে স্বপ্ন থেমে,

কবে ফিরবে ,কবে ফিরবে ?
নাকি ফিরবে না আমার প্রিয়োতমা !