বৈশাখের আনন্দ

            (1432 খ্রিস্টাব্দ)

নতুন দিনের নতুন ছোঁয়া নতুনের আগমন,
পুরাতন সব পিছনে থেকে নতুনের আওভান।

বছর শুরু নতুন দিয়ে থাকবে সবাই আমায় ঘিরে ,
মনের আনন্দে গাইবো মধুর গান ।

এসো হে বৈশাখ এসো এসো ,
সবাইকে পিছনে ফেলে তুমি এসো ।

আমার জীবনে নতুন কিছু নিয়ে এসো,
যে নতুনের ছোয়ায় কাটবে আমার সারাটা বছর।
নতুন করে আবার ফিরবো সেই বৈশাখের ছোঁয়ায়।

অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা,
নিয়ে আসুন বাংলা নববর্ষ ।

১৪৩২ কে আলিঙ্গন করে
নিজেদের সব গ্লানি ভুলে,

নতুন ভাবে জীবন-যাপন ও গঠন
করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাই,

বাংলা নববর্ষ সবার জীবনে
বয়ে আনুক অনাবিল সুখ ও প্রশান্তি এই কামনায়