হয়না তুলনা বাবা তোমার ,
এই দুনিয়ার তরে ।
আপন মনে কষ্ট রেখে,
সুখ দিয়ে যাও মোরে ।
না বলা সেই কলা গুলি,
সহজে নাও পড়ে ।
কিরে বাবা থাকব তোমায় ভুলে,
এই জগতের তরে ।
আছি বাবা অনেক দুরে মনে পড়ে খুব ।
তবুও বাবা তোমার নামে ,
অনুভূতি হয় অদ্ভুত ।
হাজার কষ্টের পরেও বাবা বিলিয়ে দাও খুশি,
বাবার কষ্ট পারেনি বোঝাতে,
ইচ্ছে ছিলো খুব ।
বাবা তোমার কষ্টে সুখী,সুখে আছি খুব ।
তবুও বাবা তোমায় পরে মনে খুব ।
কষ্ট পাবো জেনে বাবা বলো নি কাজে যেতে,
সেই আমি আজ আছি দুরে ,
বাবাকে দুঃখী করে ।
বাবার চাওয়া করতে পূরণ,
ইচ্ছে হয় যে খুব ।
বাবা তোমার চাওয়া গুলো হয় অদ্ভুত,
ছোট্ট চাওয়ার মাঝে রাখো ,
খুঁজে মোদের হাসি মুখ ।
কেমন বাবা ভুলে থাকি,
তোমার ঐ হাসি মাখা মুখ ।
যেওনা চলে বাবা তুমি ,
মোদের কভু ছেড়ে ।
কেমনে বাবা থাকবো মোরা,
থাকব দুরে সরে ।
হয়নি বলা বাবা তোমায় বাসি ভালো খুব ।