সময়ের সাথে দূরত্ব বেড়ে গেছে
তবুও তোমার প্রতি ভালবাসা কমে নি,
আমি এখনো ভোরের শিশিরকে জিজ্ঞাস করি
আজ কি প্রিয়তম রবীন্দ্রসঙ্গীত গিয়েছে?
শিশির নীরব হয়ে থাকে, আমি বুঝতে পারি
তুমি গাওনি, প্রচন্ড অভিমান করেছো,
বেতাল হয়ে সূর্যের রশ্মি কে জিজ্ঞাস করি
তার প্রিয় মানুষ তার অভিমান ভাঙ্গে কি?
সে কি আমার মতো ভালোবেসে বলে 'অভিমানি'
বুকে জড়িয়ে নিয়ে বলে কি খুব ভালোবাসি?
সে কি আমার মতো তোমাকে বুঝে,
মিষ্টি হাসিঁ দেখার জন্য পাগল হয়ে থাকে?
সে কি আমার মতো তোমার কবিতা পাঠ করে
খুঁজে বেড়ায় ভালোবাসার ছন্দের কথা,
সহস্য তোমার, আমাকে কখনো মনে করে,
হাহাকারে দু চোখঁ ভরে জল পড়ে না,
তোমার সাথে সম্পর্ক নেই ঠিক, ভালোবাসা আছে
ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসা কখনো কমেনা
অধিকার হারিয়ে যায়, সময়ের সাথে সাথে
হারিয়ে যায় চাওয়া পাওয়ার আশা,,,